• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক হলেন ফয়েজ আহমেদ দৌলত

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪
কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়ক হলেন ফয়েজ আহমেদ দৌলত

Sharing is caring!

সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা ফয়েজ আহমেদ দৌলত বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন। দীর্ঘদিন ধরে সিলেটে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করা এ নেতা কেন্দ্রীয় তাঁতীদলের নবগঠিত কমিটিতে স্থান পাওয়ায় সিলেটের নেতাকর্মীরা উচ্ছ্বাসিত।

ফয়েজ আহমেদ দৌলত সিলেট বিএনপির পরিচিত নেতা। তিনি সিলেট মহানগর বিএনপির ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরপর মহানগর বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক হন। ২০১৪ ও ২০১৮ সালের সাজানো নির্বাচন প্রতিহতে রাজপথের আন্দোলনে সামনের সারিতে ছিলেন দৌলত। আন্দোলন সংগ্রামে অবদানের কারণে তাঁতীদলের সর্বশেষ কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দ্বায়িত্বে ছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পেলেন এ নেতা।

তার উপর আস্থা রাখায় তিনবারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া , তারুণ্যের অহংকার ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বিএনপির ভরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁতীদলের কেন্দ্রীয় সভাপতি আবুল কালাম আজাদ সহ তাঁতীদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফয়েজ আহমেদ দৌলত।

২৩ পড়েছেন