• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভাড়ায় চালিত সর্বপ্রকার যানবাহনের ভাড়া নির্ধারণ ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করার দাবিতে স্মারকলিপি প্রদান

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪
ভাড়ায় চালিত সর্বপ্রকার যানবাহনের ভাড়া নির্ধারণ ও অবৈধ  গাড়ি পার্কিং বন্ধ করার দাবিতে স্মারকলিপি প্রদান

Sharing is caring!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ২৭ নভেম্বর ২০২৪ বুধবার মহানগরীর রিক্সা সহ সর্বপ্রকার ভাড়ায় চালিত যানবাহনের ভাড়া নির্ধারণ ও যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিংয়ের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-প্রচার সম্পাদক শাহীন আহমেদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, সিলেট মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ ও সাধারণ সদস্য মিল্লাত আহমদ।

স্মারকলিপি বিষয়বস্তুঃ সিলেট মহানগরীর ভাড়াচালিত সর্বপ্রকার যানবাহনের চালকের কাছে পর্যটক সহ সাধারণ জনগণ জিম্মি হয়ে আছে। সিএনজিচালিত অটোরিকশার চাকা ঘুরলেই দিতে হয় ১০০ টাকা। আর রিকশায় উঠে ৫০০ গজ পাড়ি দিলেই ভাড়া ২০ টাকা। দূরত্ব একটু বেশি হলেই ভাড়া বেড়ে যায় কয়েক গুণ। ইচ্ছামতো ভাড়া না পেলে যেতে রাজি হন না চালকরা। এ নিয়ে প্রতিদিনই চালক ও যাত্রীদের মধ্যে বাকবিতন্ডা লেগেই আছে। সাধারণ মানুষ ভাড়ার জন্য বিভিন্ন জায়গায় হেনস্তার শিকার হচ্ছেন। ভাড়া নির্ধারণ না করে কোনো যাত্রী যানবাহনে উঠলেই অহেতুকভাবে চালকরা তিন-চারগুণ ভাড়া দাবি করে বসে। চালকদের অসৌজন্যমূলক আচরণের ভয়ে অনেকেই বাড়তি ভাড়া দিতে বাধ্য হন। এ অবস্থা থেকে মহানগরবাসী মুক্তি চায়। সিলেট মহানগরীর ভাড়ায় চালিত সর্বপ্রকার যানবাহনের ভাড়া নির্ধারণ করা খুবাই প্রয়োজন। সিলেট মহানগরী অবৈধ পার্কিংয়ের শহরে পরিণত হয়েছে। যত্রতত্র গাড়ি পাকিংয়ের ফলে মহানগরীর প্রতিটি রাস্তায় তীব্র যানজটে পরিপূর্ণ। যানজটের কারণে ১০ মিনিটের জায়গায় অনেক সময় লেগে যায়। মহানগরীর বিভিন্ন মার্কেটের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকার কারণে যানবাহন চলাচলের রাস্তায় গাড়ি পার্কিং করে রাখেন। যার কারণে রাস্তায় তীব্র যানজট লেগে থাকে। এরমধ্যে রাস্তা ও ফুটপাতে ভ্রাম্যমান ব্যবসায়ীরা রকমারী ব্যবসা করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছেন। এর ভয়াল থাবা বন্দরবাজার, তালতলা, বৃহত্তর জিন্দাবাজার, জল্লারপার, রিকাবীবাজার, স্টেডিয়াম মার্কেট, আম্বরখানা, টিলাগড়, জিতু মিয়ার পয়েন্ট, ভার্থখলা, সুবিদবাজার, শাহজালাল উপশহর, মেন্দিবাগ সহ নগরীর অলিগলিতে ভ্রাম্যমান ব্যবসায়ী ও অবৈধ পার্কিংয়ে নগরবাসী অসম্ভব বিড়ম্বনার শিকার হচ্ছেন। তা থেকে রক্ষা পেতে রিক্সা সহ ভাড়ায় চালিত সর্বপ্রকার যানবাহনের ভাড়া নির্ধারণ ও অবৈধ পাকিং নিরসনে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আপনার সুদৃষ্টি কামনা করছি।

১৮ পড়েছেন