• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বন্ধ জাফলং রাতেই খাবলে খাচ্ছে স্বপন বাহিনী

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪
বন্ধ জাফলং রাতেই খাবলে খাচ্ছে স্বপন বাহিনী

Sharing is caring!

স্টাফ রির্পোটার: বন্ধ জাফলং পাথর কোয়ারী শ্রমিকদের মাঝে হাহাকার। কবে খোলছে পাথর কোয়ারী সাংবাদিক দেখেই এমন প্রশ্ন সাধারণ মানুষের।

গড়ির কাঁটায় রাত তখন ২টা বাজে। জাফলং পিকনিক স্পটের কাছেই বল্লা পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে মৃত রহিম মাষ্টারের জমি থেকে কয়েকটি পেলোডার মেশিন দিয়ে রাতের আধারে চলছে অবৈধ ভাবে পাথর উত্তোলন।

খবর পেয়ে গোপন অনুসন্ধানে নামে সাংবাদিককের একটি দল।

সরেজমিন গিয়ে দেখা গেলো এসব পাথর উত্তোলনে নেতৃত্বে দিচ্ছেন বিএনপি থেকে বহিস্কৃত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপনের পিএস গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান হেলোয়ার। উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক ইউসুফ আহমেদ ও পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন।

স্পটে তাদের পাওয়া না গেলেও তারা অবস্থান করছেন মামার বাজারে। রাতের আধারে পাথর উত্তোলন করে সেই পাথর গুলো নিয়ে যাওয়া হচ্ছে মামার বাজারের পশ্চিম কালিনগরস্থ সাবেক ইউনিয়ন চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু চেয়ারম্যানে বাড়ির পার্শ্বের একটি খালি মাঠে। ভোর হতেই সেখানে কয়েকজন শ্রমিক নিয়ে হাজির একই গ্রামের ইউনিয়ন ছাত্রদল নেতা রাহেল আহমদ। রাতের আধারে উত্তোলনকৃত পাথরগুলো সারাদিন কয়েকজন শ্রমিক দিয়ে নেটিং করে ট্রাকে ভর্তি করে বিক্রি করে দিচ্ছেন রাহেল আহমদ। গেলো কয়েকদিন থেকে এমন দৃশ্য চলছে জাফলং এলাকায়।

প্রথমে স্বপন বাহিনীর কয়েকজন জানান, আরেক বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান অবৈধ ভাবে রাতে পাথর উত্তোলন করাচ্ছেন। কিন্তু সরেজমিন গিয়ে দেখা গেলো ঠিক বিপরীত চিত্র। পাথর উত্তোলনে নেতৃত্ব দিচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান স্বপন বাহিনী। তাদের এমন অনৈতিক কর্মকান্ডে হতবাক স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। একজন বহিস্কৃত ব্যক্তি কি করে এতো ক্ষমতার প্রভাব বিস্তার করে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খাবলে নিচ্ছে পর্যটন এলাকাটি। স্থানীয় একাধিকজন জানান, স্বপন বাহিনীর এসব কর্মকান্ডে পুলিশের তেমন মাথা ব্যথা নেই। উপজেলা নির্বাহী অফিসার আনসার নিয়োগ দিয়ে পর্যটন এলাকা রক্ষার বৃথা চেষ্টা করে যাচ্ছেন। অভিযোগ আছে, ৩নং পূর্বজাফলং পুলিশের বিট অফিসার জহুর লাল, সবই দেখছেন, টাকার ভাগও নিচ্ছেন। তাই এসব ওসির কানে দিতে অনিহা তার। সকাল হতেই তিনি ব্যস্থ হয়ে পড়েন সীমান্তের চোরাচালান থেকে চাঁদা আদায়ে।

১৮ পড়েছেন