Sharing is caring!
মালবাহী পিকআপ উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এতে কেউ হতাহতা হননি। ঘটনাটি (১১ ডিসেম্বর) সিলেট-ফেঞ্চুগঞ্জ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আঞ্চলিক সড়কে পারাইচক এলাকায় ঘটে ।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে। সড়কে ছড়িয়ে ছিটিয়ে পেঁয়াজ ও রসুন আবারও পিকআপে বোঝাই করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেঁয়াজ ও রসুন বোঝাই করা পিকআপটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে সিলেট শহরে আসছিলো। পিকআপ সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের পারাইচক এলাকায় আসা মাত্র চাকা ব্লাস্ট হয়ে উল্টে যায়। তবে এতে বড় ধরণরে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান গাড়ির চালক শামীম আহমদ।
১৩ পড়েছেন