Sharing is caring!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্ত থেকে খায়রুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ।
খায়রুল ওই ইউনিয়নের খেংটি গ্রামের অহির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। সীমান্তে চোরাচালানের সময় তাকে আটক করা হয় বলে জানা গেছে।
রংপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম গণমাধ্যমকে বলেন, মূলত বিএসএফ যাকে আটক করে নিয়ে গেছে তিনি চোরাকারবারি। ভারতের অভ্যন্তরে পানিশালা নামক এলাকা থেকে তাকে আটক করেছে বিএসএফ।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৪৩ ও উপ-পিলার ৪ নম্বরের পানিশালা সীমান্ত এলাকা দিয়ে উভয় দেশের ৪ থেকে ৫ জন ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করতে থাকে। এ সময় ভারতীয় জলপাইগুঁড়ি ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও খায়রুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান তারা।
পরে এদিন বিকেলে সীমান্ত আইনসংক্রান্ত মামলা দিয়ে মেখলিগঞ্জ থানা-পুলিশের কাছে খায়রুলকে হস্তান্তর করেন বিএসএফ সদস্যরা।
১৬ পড়েছেন