Sharing is caring!
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে উষ্ণ অভিনন্দন জানিয়েনে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা।
বুধবার (১১ ডিসেম্বর) সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ্যে সিলেট চেম্বারের সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলু, সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সাবেক পরিচালক নুরুল ইসলাম, এনামুল কুদ্দুস, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, দোকান মালিক সমিতির সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, দোকান মালিক সমিতির আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মল্লিক মুন্না, যুগ্ম মহাসচিব আব্দুল হাদী পাবেল, রাসেল আহমদ, সিলেট জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনির আহমদ, সিলেট ট্রেড সেন্টার ভেজিটেবিল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ছাদ উদ্দিন, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুফতি নেহাল আহমদ, লালদিধিরপাড় শাহ চাঁন্দ মার্কেট ব্যবসায়ী সমিতির জাহেদ আহমদ, লালবাজার ব্যবসায়ী সমিতির জাহেদ আহমদ, করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল কাইয়ুম, রংমহল টাওয়াররের ভাইস চেয়ারম্যান মো. ফয়েজ আহমদ দৌলত এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান। পাশাপাশি তারা স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশপূর্বক সিলেট চেম্বারে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট চেম্বারের বর্তমান পরিবর্তন ব্যবসায়ীদের দীর্ঘ আন্দোলনের ফসল। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চেম্বারে স্বচ্ছতা ও গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠার যে দাবি ছিল, তা আজ বাস্তবায়নের পথে। তারা আরও বলেন, পদত্যাগ করা পরিচালনা পর্ষদ দলীয় প্রভাব ও স্বৈরাচারী মনোভাব নিয়ে দীর্ঘদিন ব্যবসায়ীদের অধিকার হরণ করেছে। ব্যবসায়ীদের পক্ষে কথা বলার পরিবর্তে চেম্বারকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়। তবে ব্যবসায়ীদের ঐক্য এবং নিরন্তর সংগ্রামের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে।
তারা আরো বলেন, নবনিযুক্ত প্রশাসক ফারজানা আক্তার মিতার নেতৃত্বে চেম্বার একটি স্বচ্ছ, গণতান্ত্রিক এবং ব্যবসায়ীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে, যা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিবৃতিতে তারা আরো বলেন, সিলেট চেম্বার অব কমার্স সিলেটের অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান স্তম্ভ। এই প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা এবং ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত করার মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকরী চেম্বার গঠন করা সম্ভব। আমরা বিশ্বাস করি, নতুন প্রশাসক তার দায়িত্ব পালনে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণ করবেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বিগত দিতে সিলেট চেম্বার কেন্দ্রিক সকল আন্দোলন-সঙগ্রামে অংশ নেয়ার জন্য সিলেটের ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনগুলোকে ধন্যবাদ জানান।
১৮ পড়েছেন