• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের বিজয়-কর্মসংস্থান উপদেষ্টা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪
বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের বিজয়-কর্মসংস্থান উপদেষ্টা

Sharing is caring!

ভারত মুক্তিযুদ্ধের ইতিহাস অন্যভাবে দেখতে পারে, এটা তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার বলেছেন, নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন । কিন্তু বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের বিজয়। এটা একান্তই বাংলাদেশের আপামর মানুষের লড়াই। আমাদের স্বাধীনতা যুদ্ধ বিশ্বের বুকেই এক অনন্য উদাহরণ। যদিও সেই যুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে।

নরেন্দ্র মোদি তার মতো করে বলেছেন। তার এমন মন্তব্যে মুক্তিযোদ্ধারা যারা এখনও বেঁচে আছেন তারা আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর টুইট প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আরও বলেন, আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমরাই সমাপ্ত করেছি। সেখানে সাহায্য-সহযোগিতা ভারতের ছিল তাতে কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সব সময় স্মরণ রাখবো বন্ধুপ্রতিম দেশ হিসেবে। ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন, সেটা ওনাদের ব্যাপার। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ বিশ্বের শ্রেষ্ঠ ঘটনা, যা ঘটেছে বিশ্ব ইতিহাসে আছে।

নির্বাচনের তারিখ নিয়ে তিনি বলেন, যখন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই সুনির্দিষ্ট একটা রোডম্যাপ হবে। সংস্কারগুলো শেষ হবে আশা করি সেগুলো আমরা দেখবো। এখন শেষ হয়নি। অবশ্যই তার মাথায় নির্বাচন কখন হবে, কিভাবে হবে, কি সংস্কারের পরে হবে এগুলো আছে। এগুলো সময়মত জানতে পারবেন।

সাখাওয়াত হোসেন বলেন, এ ব্যাপারে বিশ্ববাসী সবকিছুই জানেন, আজকে ৫৩ বছর হয়ে গেছে। এই ৯ মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। আমি মনে করি, এটা আমাদের যুদ্ধ আমাদেরই প্রাণহানি হয়েছে, আমাদের মা-বোনদের সম্ভ্রমহানী হয়েছে এবং ৯ মাস আমাদের দেশ বড় ধরনের রক্তপাতের মধ্যে ছিল।

এর আগে, সিলেট মেরিন একাডেমির মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন নৌপরিবহন উপদেষ্টা। এসময় সিলেট একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সিলেট এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪১ জন সমুদ্র যোদ্ধা অংশ নেয়।

পড়েছেন