Sharing is caring!
সুনামগঞ্জের ছাতক পৌর সভার প্রথম মেধা বৃত্তি পরীক্ষা শুরু। গত বুধবার সকালে শহরের ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ে পৌরসভা কার্যালয়ের উদ্যোগে পরীক্ষা কেন্দ্রে পৌর শহরের ২২ টি বিদ্যালয়ের তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪৭১ ছাত্র – ছাত্রী অংশগ্রহণ করে।
পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি আবু নাছির, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধয়ালয়ের সিনিয়র সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল,পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, কর নির্ধারক মোহাম্মদ শহীদুল হক,কর আদায় কারি জামাল উদ্দিন, সহকারী কর আদায় কারি রতন চন্দ্র দে,পরীক্ষা গ্রহন কারি শিলা রানী দে। পরীক্ষা গ্রহন কালে উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, ও কর্মকর্তা কর্মচারি গণ।
১৮ পড়েছেন