Sharing is caring!
সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের দরগাহ মহল্লার পায়রা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে সংঘের অন্যতম সদস্য প্রবাসী মো. ইরশাদ আলী ও প্রবাসী মিজানুর রহমান শামীমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে সংঘের কার্যালয়ে প্রবাসীদের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুছাদ্দিকুন নবী’র পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘের সিনিয়র সহসভাপতি ও সিলেটের সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আমজাদ হোসাইন, ইমরান চৌধুরী, আব্দুল করিম, সংঘের সহ-সভাপতি মারুফ আহমদ, মুফতি আব্দুল খাবির, মুহাম্মদ আনোয়ার হোসাইন, নাজমুল হক তারেক, রিপন আহমদ, মুফতি আব্দুল কাবি সাগর, সাহাব আহমদ, শাকিল আহমদ, আব্দুল সালাম বাবলু। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী মো. ইরশাদ আলী ও প্রবাসী মিজানুর রহমান শামীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহেদুর রহমান শাবলু, শাহীন আহমদ ও ইকবাল আহমদ প্রমূখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম সহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের গর্বিত সন্তান। তারা দেশের বাহিরে থেকেও সব সময় দেশের জনকল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছেন। বন্যা, করোনাসহ যেকোন দুর্যোগের সময় তারা সহযোগিতা নিয়ে দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাদের মধ্যে অন্যতম প্রবাসী মো. ইরশাদ আলী ও প্রবাসী মিজানুর রহমান শামীম। প্রবাসে থাকলেও দেশের টানে তাদের মানবিক কাজগুলো প্রশংসনীয়। বক্তারা পায়রা সমাজ সংঘের মাধ্যমে আগামীতেও দেশ ও জাতির কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহবান জানান।
৯ পড়েছেন