• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে বিস্ফোরণ

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫
ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে বিস্ফোরণ

Sharing is caring!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে টেসলার একটি সাইবার ট্রাকে ঘটেছে বিস্ফোরণ। এতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন।

বিট্রিশ গণমাধ্যম বিবিসি জানায়, দেশটির কলোরাডো থেকে ট্রাকটি ভাড়া করা হয়েছিল। বুধবার সকালে এসে সেখানে পৌঁছায়। দুই ঘণ্টা পর ধোঁয়ার মতো উঠতে থাকে। আতশবাজিতে ভর্তি ট্রাকটিতে হঠাৎই বিস্ফোরণ ঘটে।

ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে সেই বিস্ফোরণের ভিডিও। ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসি ক্যামেরায় ধারণ হয় সেই দৃশ্য। এতে দেখা যায়, হঠাৎ বিস্ফোরিত হয় পুরো গাড়ি। চারপাশে ছড়িয়ে পড়ে যন্ত্রাংশ। এরপরই, আগুন ছড়িয়ে যায় যানটিতে। ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো এলাকা। এসময়, ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বিভিন্ন স্থাপনা এবং যানবাহন।

এরপর সন্ধ্যায় হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সন্ত্রাসী হামলার সাথে এই বিস্ফোরণের কোনো সূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন।

২৩ পড়েছেন