Sharing is caring!
চুরির অপবাদ দিয়ে আবুল কালাম নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত কালাম লক্ষ্মীপুরে কাঞ্জনপুর গ্রামের ছানাউল্যার পাটোয়ারির ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। পরিবার নিয়ে উপজেলার হায়দারগঞ্জ বাজারে ভাড়া থাকতেন তিনি।
সোমবার (৬ জানুয়ারি) সকালে রায়পুর উপজেলার কাঞ্জনপুরে এ মারধরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুদিন আগে মাসুদ নামে এক ব্যক্তির ব্যাটারি চুরি হয়। ওই অভিযোগে তাকে ধরে আনা হয়। রাতভর তাকে বাগানে বেঁধে রেখে নির্যাতন করা হয়। সকালেও তাকে মারধর করা হয়েছে। একপর্যায়ে তার মৃত্যু হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ব্যাটারি চুরির অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের স্ত্রী রেহানা আক্তার জানান, ভোর রাতে হায়দারগঞ্জের ভাড়া বাসা থেকে জিসান নামে এক ব্যক্তি দলবল নিয়ে সিএনজির ব্যাটারি চুরির অপবাদ দিয়ে আবুল কালামকে একটি মাইক্রোবাসে করে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়।
পরে তাকে আটক করে কাঞ্জনপুরের একটি বাগানে নিয়ে বেধড়ক মারধর করা হয়। সকালে মুমূর্ষু অবস্থায় কালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৫ পড়েছেন