Sharing is caring!
লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় ৪ জনকে সিলেট উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে হবিগঞ্জ উপজেলার লাখাইয়ে স্বজনগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে লাখাই থানার (ওসি) বন্দে আলী জানান, বিল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় কাঞ্জা বিল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রাতের আঁধারে প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত অর্ধ শতাধিক লোকজন আহত হয়।
১৯ পড়েছেন