Sharing is caring!
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৫ সালের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার ঘোষণা করা হয়েছে।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ এর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার ১২.০১.২০২৫ বিকাল ৪.৩০ ঘটিকা পর্যন্ত ছিল। বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হোসেইন এবং সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের নাম ঘোষণা করেন।
আগামী ২৩ জানুয়ারি অনুষ্টিতব্য এ নির্বাচনে কার্যনির্বাহী সদস্যপদ প্রার্থী আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অ্যাডভোকেট মো. আবুল ফজল, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, বারের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান, আয়কর আইনজীবী মো. সিরাজুল হোসেন আহমদ, অ্যাডভোকেট মো. ফজলুর রহমান শিপু, আয়কর আইনজীবী মো. বাহার উদ্দিন, আয়কর আইনজীবী মো. কামাল আহমদ, আয়কর আইনজীবী মো. ইব্রাহিম, অ্যাডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ, আয়কর আইনজীবী জহিরুল ইসলাম রিপন, অ্যাডভোকেট আ.স.ম. মুবিনুল ইসলাম শাহীন, আয়কর আইনজীবী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
৭ পড়েছেন