Sharing is caring!
সিলেট এইজ: সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত¡াবধায়ক সরকারসহ দশ দফা বাস্তবায়নে যুগপৎ আন্দোলন ও বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ সিলেটে জেলা ও মহানগর বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৪ডিসেম্বর) দুপুরে ১২টায় নগরীর রেজিষ্ট্রারী মাঠ থেকে গণমিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। গণ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির ও ড.এনামুল হক চৌধুরী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আব্দুল কাইয়ূম জালালি পংকিকে আহ্বায়ক ও মিফতাহ সিদ্দিকীকে সদস্য সচিব সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমুখ। এছাড়াও সিলেট জেলা বিএনপির অন্তর্গত সকল উপজেলা ও পৌর শাখা, অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা গনমিছিলে অংগ্রহণ করেন।
৬০৮ পড়েছেন