• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২২
পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে বাধা দেওয়ার জেরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে বিএনপির এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৪টার দিকে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় তিনি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে দাবি করেছেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল। কাজল বলেছেন, পুলিশের গুলিতে নিহত ব্যক্তির নাম আব্দুর রশিদ আরেফিন। তিনি জেলার বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। ঢাকা ও রংপুর মহানগর বাদে শনিবার সারাদেশে বিএনপির গণমিছিল ছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে বিকেল ৪টার দিকে বিএনপির গণমিছিল শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, গণমিছিল চলাকালে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। তখন গুলি ছোড়ে পুলিশ। এতে আব্দুর রশিদ আরেফিন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিএনপির আরও অনেক নেতাকর্মী আহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে আব্দুর রশিদ আরেফিনের মৃত্যুর বিষয়টি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসন কেউ নিশ্চিত করেনি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, আমরা কোনো গুলি করিনি। ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

৬১৮ পড়েছেন