• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনে বিএনপি’-অ্যাড. আহমেদ আজম খাঁন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২২
গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনে বিএনপি’-অ্যাড. আহমেদ আজম খাঁন

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি অ্যাড. আহমেদ আজম খাঁন বলেছেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। গণতন্ত্র পুনরুদ্ধার করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় জনগণ। সারাবিশ্ব চাইছে বাংলাদেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হোক। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিএনপি আন্দোলন করছে দেশের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে।শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সরকারের পদত্যাগ, ১০ দফা বাস্তবায়ন ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে দেশের জনগণ রাস্তায় নেমে সরকার পতনের ডাক দিবে। বিএনপির ১০ দফা বাস্তবায়ন ও সরকার পতনের আন্দোলনে বিএনপি রাজপথে থাকবে। ১০ তারিখে রাজধানীতে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সফলে বাধা দেবার জন্যই দলীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিটি সমাবেশের আগে সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর মামলা দিয়ে গ্রেপ্তার নির্যাতন করছে।আহমেদ আজম খাঁন আরও বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য সরকার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশে এখন গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই। সরকারের পতন না হলে গণতন্ত্র ও ভোটাধিকার উদ্ধার হবে না।সুনামগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. ওবায়দুল হক নাসির, সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি অ্যাড. কলিম উদ্দিন আহমেদ মিলন প্রমুখ।
এসময় শহরের পুরাতন বাসস্টেশনের জেলা বিএনপির কার্যালয় থেকে গণ মিছিল বের হয়। মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে আলফাত স্কয়ারে সমাবেশ করেন বিএনপি নেতা কর্মীরা। সমাবেশে বিএনপি’র জেলা কমিটিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৪৭৪ পড়েছেন