Sharing is caring!
বিশেষ প্রতিবেদনঃ এবার ডিজিটাল প্রতারকদের টার্গেটে হাওরপারের কন্যা খ্যাত সংরক্ষিত নারী সাংসদ এডভোকেট শামীমা আক্তার খানম (এমপি)। সিলেটের রাজনীতিতে তিনি একজন পরিচন্ন ও স্বজনব্যক্তি এবং ক্লিন ইমেজের অধিকারী। মুজববর্ষ উপলক্ষে নিজেদের ব্যক্তিগত জমি থেকে ভুমিহীনদের ৫শ শতক জমি দিয়ে হয়েছেন প্রশংসিত। তিনি পেশায় একজন আইনজীবি, সিলেট জেলা বার আইনজীবী সমিতির সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। জানা যায়, বাংলাদেশ আওয়ামীলীগের একজন পরিক্ষীত কর্মীবান্ধব নারী নেত্রী হিসাবে সদা হাস্যজ্বল এ নারী নেত্রী নিজ জেলা সুনামগঞ্জ সহ বৃহত্তর সিলেট জেলায় বেশ পরিচিত একজন পরিচন্ন-স্বজ্জন মুজিব সৈনিক হিসাবে। রাজনৈতিক জীবনে জামালপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে ছিলেন বেশ আলোচনায়। পরে মনোনয়ন না পেলেও দলীয় প্রার্থীর হয়ে মাঠে ঘাটে ব্যাপক প্রচারণা চালিয়ে দলীয় সভাপতির দৃষ্টি কাড়েন। রাজনীতির পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নের সক্রিয় ভাবে জড়িত রয়েছেন। জাতীয় রাজনীতিতে পরিচন্ন ও সক্রিয়তায় জননেত্রী শেখ হাসিনা তাঁকে সিলেট থেকে সংরক্ষিত নারী আসনে মনোনিত করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এই নারী সাংসদকে এবার টার্গেট করেছে ডিজিটাল প্রতারকরা। সম্প্রতি একটি প্রতারক চক্র তাকে বির্তকৃত করতে, তাঁর নামে ভূয়া ফেইসবুক পেইজ ও একাধিক ভূয়া আইডি খোলে, বিভিন্ন রকম ছবি ব্যবহার করে সাধারণ মানুষসহ নেতাকর্মীকে বোকা বানিয়ে পরিচিত বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা চাচ্ছে বলে গুঞ্জন শুনা যাচ্ছে।
গত শনিরাত রাতে শামীমা আক্তার খানম নামক একটি ফেইসবুক পেইজ থেকে সিলেটে কর্মরত ইংরেজি দৈনিক দি এশিয়ান এইজ ও দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরোচীফ আব্দুল হালিম সাগরের কাছে পার্সনাল একটি বিকাশ নাম্বার ০১৬৪৪-০৪৫৫৩৪ দিয়ে ১০ হাজার টাকা দ্রæত সহযোগী চায়। বিষয়টি দেখে ঐ সাংবাদিক হতবাক হয়ে পড়েন। যেহেতু এডভোকেট শামীমা আক্তার খানম ও উনার স্বামী পুলিশ কর্মকর্তা শাহরিয়ার বিপ্লবকে ব্যক্তিগত ভাবে চিনতেন। তাই বিকাশে টাকা চাওয়ার বিষয়টি প্রতারণা হিসাবে বিবেচনায় নিয়ে তিনি তাৎক্ষনিক এমপি শামীমা আক্তার খানমের সাথে সরাসরি যোগাযোগ করে
ফেইসবুকের বিষয়টি অবগত করেন। তখন এমপি শামীমা জানান, এরা একটি প্রতারক চক্র, তাঁর নামে ভূয়া আইডি ও ভূয়া ফেইসবুক পেজ খোলে বিভিন্ন লোকের কাছে টাকা চেয়ে তাকে বির্তকৃত করতে অপচেষ্টা চালাচ্ছে। তাই তিনি পরিচিত সকলকে উক্ত প্রতারক চক্র থেকে সর্তক থাকার জন্য অনুরোধ করেন পাশাপাশি শিঘ্রই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এদিকে রাত ১১ টা থেকে গভির রাত দুইটা ২টা পর্যন্ত উক্ত প্রতারক টাকার জন্য ঐ পেইজ থেকে ধারাবাহিক এসএমএস করতে থাকে। বিষয়টি সাংবাদিক আব্দুল হালিম সাগর সকালেই কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলীকে অবগত করেন। প্রতারণার বিষয়টি নিয়ে তদন্তে মাঠে নেমেছে পুলিশ।
৫৪৮ পড়েছেন