Sharing is caring!
সিলেট এইজ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ৪১ কর্মকর্তা-কর্মচারী সিলেটে তিন দিনের একটি প্রশিক্ষণের অংশ হিসেবে এই মতবিনিময় সভায় অংশ নেন। রবিবার (২৫ ডিসেম্বর ২০২২) দুপুরে নগরের একটি অভিজাত হোটেলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম পরিচালনার নানা বিষয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোস্তাফিজুর রহমান, সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, তথ্য কর্মকর্তা জয়দেব বিশ্বাস, মেয়রের সহকারি একান্ত সচিব সোহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
৪৯৮ পড়েছেন