• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২২
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা সড়কের যশোর বাহাদুরপুর ও শহরতলীর চাঁচড়ায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন-যশোর শহরের কাজীপাড়ার আব্দুল মান্নানের ছেলে খোকন (৩৫), পোষ্ট অফিস পাড়ার হান্নান মোল্লার ছেলে শিমুল হোসেন (৩৪) ও উপশহরের মনজুরুল ইসলামের ছেলে আরমান হোসেন (৩৬)। পুলিশ জানায়, প্রাইভেটকার সার্ভিসিং শেষে পরীক্ষণের জন্য রোববার সন্ধ্যায় বের হন আরমান, খোকন ও তার ভাই লিটন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আরমান ও খোকনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, শিমুল হোসেন মোটরসাইকেলযোগে শহরতলীর চাঁচড়ায় এসে পৌঁছালে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাবার পর জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।  যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৬১৪ পড়েছেন